Welcome to Korean Movie and Drama Review Blog.

Movie Review : Forgotten (2017)

  

Forgotten (2017)
Genre : Mystery, Thriller
IMDB Rating : 7.4/10

Forgotten হলো ২০১৭ সালের সাউথ কোরিয়ান মিস্ট্রি, থ্রিলার জনরার একটি মুভি। কোরিয়ান No Mercy, Old Boy এর পর এটা আমার ফেভারিট মিস্ট্রি, থ্রিলার। আপনি যদি কোরিয়ান মুভি লাভার নাও হয়ে থাকেন, তবুও আমি বলবো এই মুভিটা দেখেন, আশা করি আপনার পুরো দৃষ্টিভঙ্গি চেইঞ্জ হয়ে যাবে।

প্লট : Jin-seok এবং Yoo-seok দুই ভাই, এদের মধ্যে Yoo-seok বড়। দুই ভাইয়ের খুব মিল, দুই ভাই একই রুমে ঘুমায়। মাঝে মাঝে হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায় Jin-seok এর। এরমাঝে হঠাৎ এক বৃষ্টির রাতে, Jin-seok এর সামনে একদল লোক তার বড় ভাই Yoo-seok কে কিডন্যাপ করে একটি গাড়িতে করে নিয়ে যায়। সে অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারেনাই। তবে গাড়ির নাম্বার প্লেট থেকে গাড়ির নম্বর মুখস্ত করে নেয়।

কিন্তু পুলিশ জানায় ওই নম্বরের কোনো গাড়ি নেই। ১৯ দিন পর Yoo-seok বাড়ি ফেরে কিন্তু কিডন্যাপ হওয়ার পরবর্তী সময়ের কিছুই তার মনে নেই। বাড়ি ফেরার পর, Jin-seok তার ভাইয়ের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। শুধু তাই নয়, তার বাবা-মা এর আচরণও তার কাছে সন্দেহজনক মনে হতে থাকে।

আচ্ছা, Yoo-seok এর এই রহস্যময় কিডন্যাপিং এর কারন কি? হঠাৎ Yoo-seok এবং তার বাবা-মা এর আচরণে কেনো এই পরিবর্তন? Jin-seok কি পারবে এই রহস্যের সমাধান করতে? উত্তর জানতে দেখতে হবে থ্রিল আর সাসপেন্সে ভরা অসাধারণ এই মুভিটি।










 

No comments: